দেবতাদের নামে অ্যাপলের গোপন আস্তানা

'আইকার' বানাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আর তা বানানোর কাজ চলছে সম্পূর্ণ গোপন কোনো ভবনে, সম্প্রতি এমন গুজবের কথাই জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

শেখ শরফুদ্দিন রেজাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2016, 03:35 PM
Updated : 15 April 2016, 03:35 PM

ওই ভবনগুলোর নাম দেওয়া হয়েছে গ্রিক দেবতা আর দৈত্যদের নামে।

স্বয়ংক্রিয় মোটরযান নিয়ে অ্যাপলের প্রকল্পকে 'প্রজেক্ট টাইটান' নামে ডাকা হয়। এই নামটাও নেওয়া হয়েছে গ্রিক পুরাণের দেবতা 'টাইটান'-এর নাম থেকে। সেই সঙ্গে কতগুলো ভবনকে 'অ্যাথেনা', 'জিউস', 'মেডুসা'সহ কিছু গ্রিক পৌরাণিক চরিত্রের নামে নাম দিয়েছে অ্যাপল।

এগুলোর মধ্যে 'রিয়া'-এর নামে রাখা ভবনটিকে বেশি 'আকর্ষণীয়' হিসাবে উল্লেখ করেছে অ্যাপলবিষয়ক গুজবের সাইট ‘অ্যাপল ইনসাইডার’। সরকারি দলিলে এই ভবনকে 'গাড়ি মেরামতের গ্যারেজ' হিসাবে দেখানো হয়েছে।

ওই ভবনে আসলে কী করা হচ্ছে তা এখনও স্পষ্ট না হলেও, ভবন নিয়ে অভিযোগ পাওয়া গেছে স্থানীয় অধিবাসীদের। এক অধিবাসী বলেন, "গত রাতের মত কি আজও ১১ টার পর থেকে মোটরের শব্দ শুরু হবে? এমনকি জানালা বন্ধ করে দিলেও আমি এই শব্দ শুনতে পাই।"