হাতিয়ায় নৌকা ডুবে দুই জেলের মৃত্যু

ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ায় নৌকা ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2017, 10:52 AM
Updated : 12 June 2017, 01:22 PM

সোমবার উপজেলার দমারচর ও কালিরচরে মেঘনা নদী থেকে তাদের মরহদেহ উদ্ধার করা হয় বলে জানান হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

এরা হলেন জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের আনাজল হকের ছেলে এনায়েত হোসেন (২৮) ও বুড়িরচর ইউনিয়নের মজিুবুল হকের ছেলে আবু তাহের (৪০)।

ইউএনও বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে রোববার বিকালে মেঘনা নদীর দমারচরের কাছে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হন এনায়েত। সোমবার সকালে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে জেলেরা।

“আর কালিরচরে মাছ ধরার সময় নৌকা ডুবে আবু তাহেরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

এদিকে নিম্নচাপের কারণে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উঁচু জোয়ারে হাতিয়ার নিঝুম দ্বীপ, জাহাজমারা, চর ঈশ্বর ও তমরদ্দি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানান ইউএনও।

তাছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ায় সব ধরণের নৌ চলাচল বন্ধ রয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজাউল করিম।