সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে রবিউল বাহিনী প্রধান’ নিহত

সুন্দরবনে র্যা ব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘জলদস্যু রবিউল বাহিনী প্রধান’ রবিউল ইসলাম নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2017, 10:35 AM
Updated : 10 June 2017, 10:40 AM

শনিবার দুপুরে সুন্দরবনের হড্ডা খালে এ বন্দুকযুদ্ধের পর আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান র্যা ব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম।

তিনি বলেন, রবিউল তার দস্যু বাহিনী নিয়ে সুন্দরবনের হড্ডা খালে অবস্থান করছে এমন খবর পেয়ে শনিবার দুপুরে র্যা ব ও পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান টের পেয়ে দস্যু বাহিনী গুলি চালায়।

“আত্মরক্ষার্থে র্যা ব-পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জলদস্যু বাহিনী পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালিয়ে রবিউলের মৃতদেহ উদ্ধার করা হয়।”

ডিআইজি রফিকুল বলেন, তাছাড়া সেখান থেকে একটি বিদেশি বন্দুক, একটি রাইফেল, একটি পাইপগান, ৪২ রাউন্ড গুলি, একটি ধারালে দা ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়।

রবিউলের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।