হবিগঞ্জে বিপৎসীমার উপর দিয়ে বইছে খোয়াই

ভারী বৃষ্টি ও উজানের ঢলে বাঁধ ভেঙে হাওরের ফসল ডুবির পর এবার হবিগঞ্জ শহরের উপর দিয়ে যাওয়া খোয়াই নদীর পানিও বিপৎসীমার উপর দিয়ে বইছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 12:07 PM
Updated : 23 April 2017, 12:09 PM

রোববার দুপুর পর্যন্ত খোয়াই নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়া নদীর চরে বিস্তীর্ণ এলাকার বোরো ধান পানিতে তলিয়ে গেছে। আতঙ্কে রয়েছেন নদীর তীরের বাসিন্দারা।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাহিদুল ইসলাম জানান, গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড নদীর পানি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

তাছাড়া পানি উন্নয়ন বোর্ড খোয়াই নদীর পাড়ের মানুষদের সর্তক থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ যেসব বাঁধ রয়েছে সেগুলো সম্পর্কে এলাকাবাসীদেরকে সর্তক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে হাওর এলাকার প্রায় ৩৫ হাজার হেক্টর জমির আধা পাকা ধান তলিয়ে গেছে; যার ফলে দুর্যোগের মুখে পড়েছে হাওয় অঞ্চলের কৃষকরা।