সৈয়দপুরে উপজেলায় উপ-নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত নেতাও

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে এক জামায়াত নেতাও রয়েছেন

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2017, 01:30 PM
Updated : 16 April 2017, 02:39 PM

সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম জানান, রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। উপ-নির্বাচনের জন্য মোট ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী মোখছেদুল মোমিন।

এরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মোখছেদুল মোমিন, বিএনপি প্রার্থী শওকত হায়াত শাহ, জাতীয় পার্টি (এরশাদ) ইলিয়াস হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল হুদা, দুই স্বতন্ত্র প্রার্থী হিটলার চৌধুরী ভুলু ও আব্দুল মোনতাকিম।

তবে হিটলার চৌধুরী ভুলু আওয়ামী লীগ বিদ্রোহী ও আব্দুল মোনতাকিম সৈয়দপুর পৌর জামায়াতের আমির।

চলতি বছরের ১ মার্চ সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হকের মৃত্যু হয়। এরপর ওই পদটি শূন্য ঘোষণা করে আগামী ১৬ মে উপ-নির্বাচনের ভোট গ্রহণের দিন রেখে তফসীল ঘোষণা করে কমিশন।

এ উপ-নির্বাচনে মোট হচ্ছে এক লাখ ৮১ হাজার ৫০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।