ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় মর্যাদা দাবি

ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে বাইসাইকেল শোভাযাত্রা হয়েছে নওগাঁয়।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 02:18 PM
Updated : 17 Feb 2017, 02:18 PM

স্থানীয় ‘একুশে পরিষদ’-এর আয়োজনে শুক্রবার নওগাঁ শহরে প্রায় দেড় হাজার বইাসাইকেল আরোহী এ শোভাযাত্রায় অংশ নেন।

এতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডি স্কুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় স্বাধীনতার যুদ্ধ হয়েছে। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রদানসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হলেও ভাষা শহীদদের দেওয়া হচ্ছে না।

বেলা ১০টায় নওগাঁ পুলিশ লাইনে এই শোভাযাত্রার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মোজাম্মেল হক।

এ সময় এভারেস্ট জয়ী এম এম মুহিদ, নিশাত মজুমদার, নৃত্য পরিচালক আমিরুল ইসলাম, একুশে পরিষদের সভাপতি ডি এম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এম এম রাসেল, ভাষা সংগ্রামী মঞ্জুর হোসেনের ছেলে হাসান ইমাম তমাল, জেলার ভাষা সংগ্রামীদের স্বজন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।