সাংবাদিক শিমুল হত্যা: মেয়র মিরুর রিমান্ড আবেদন

সাংবাদিক শিমুল হত্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের আবেদন করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 12:06 PM
Updated : 7 Feb 2017, 12:06 PM

মঙ্গলবার শাহজাদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাসিবুল হক আবেদন আমলে নিয়ে আগামী ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন রেখেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মনিরুল ইসলাম।

জেলা আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদককে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সন্ধ্যায় সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

একই মামলায় কারাগারে থাকা উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনের রিমান্ড শুনানিও একই দিনে হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর নিয়ে দুইপক্ষের সংঘর্ষে গুলিতে আহত হন সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিরুর শটগান থেকে গুলি করা হয় বলে পুলিশের পক্ষে বক্তব্য আসে।

ঘটনার পর শিমুলের স্ত্রী মিরুসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

ওই মামলায় রোববার রাতে মিরুকে ঢাকা থেকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ পুলিশ। সোমবার তাকে সিরাজগঞ্জের বিচারিক হাকিম আবদুল্লাহ আল মামুনের আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।