মন্দিরে হামলা: ইউএনও, ওসির অপসারণ দাবি আ. লীগের

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে নাসিরনগরের ইউএনও ও ওসির অপসারণ দাবি করেছে জেলা আওয়ামী লীগ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 05:23 PM
Updated : 30 Oct 2016, 05:23 PM

রোববার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতগুলো মন্দিরে হামলা হলো; অথচ প্রশাসন কিছু করতে পারল না। সঠিক সময়ে ব্যবস্থা নিলে এ হামলা ঠেকানো যেত বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহম্মেদ ও থানার ওসি আব্দুল কাদেরকে অবিলম্বে অপসারণ করার দাবি জানান মামুন সরকার।

ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অন্তত পাঁচটি মন্দির ভাঙা হয়েছে; ভাংচুর-লুটপাট হয়েছে হিন্দুদের শতাধিক ঘর। এ সময় কয়েকজন পূজারী আহত হন।

শুক্রবার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেইসবুক পাতায় একটি পোস্ট নিয়ে ঘটনার সূত্রপাত বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়।

ফেইসবুকে রসরাজ ‘ইসলাম অবমাননা করে’ পোস্ট দিয়েছে বলে অভিযোগ ওঠার পর পুলিশ তাকে সেদিনই আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।