জঙ্গি বিরোধী অভিযানে আটক শিক্ষক ও শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় জঙ্গি বিরোধী অভিযানে আটক এক শিক্ষক ও ১২ শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2016, 10:04 AM
Updated : 20 July 2016, 10:32 AM

মঙ্গলবার রাতে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন বলে কুষ্টিয়া মডেল থানার এসআই ওবাইদুর রহমান জানান।

মামলার পর গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার কুষ্টিয়া সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টেনিং ইন্সটিটিউটের (ম্যাটস) ছাত্রাবাসে অভিযান চালিয়ে এক শিক্ষক ও ছাত্র শিবিরের আট নেতাকর্মীকে আটক করে পুলিশ। এরপর বিকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়।

এরা হলেন, কুষ্টিয়া সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টেনিং ইনিস্টিউটের (ম্যাটস) ফার্মেসির শিক্ষক মোহাম্মদ আলম (৪৫), ছাত্রশিবিরের সাথী পদের নেতা আব্দুল হান্নান (২১) ও আব্দুল মান্নান (২১), কর্মী ইব্রাহিম আলী (১৯), মোহাম্মদ ইউসুফ (২০), সাইফুল ইসলাম (২১), আহসান হাবিব (২২), কাজী ফয়েজ আহম্মেদ সৌরভ (২২),  আব্দুল করিম (২১), আমীমুল এহসান (২২), শরীফ হোসেন (২২), আল মুনতাসির (২১) ও আলমাস আহমেদ আবীর (২২)।