যুদ্ধাপরাধী মুজাহিদের বাবার নামে সড়ক না রাখার দাবি

যুদ্ধাপরাধী আলী আহসান মো. মুজাহিদের ফরিদপুরের বাড়ির সামনের সড়কের নাম পরিবর্তনের দাবি উঠেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2015, 06:57 PM
Updated : 21 Nov 2015, 11:07 PM

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে এই জামাত নেতার ফাঁসির প্রাক্কালে এ দাবি জানান ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা।

বিগত চার দলীয় জোট সরকারের আমলে মুজাহিদের বাবা মাওলানা আব্দুল আলীর নামে ফরিদপুরে মুজাহিদদের বাড়ির সামনের সড়কের নামকরণ করা হয়। আব্দুল আলী মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির সদস্য ছিলেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক জানান, যুদ্ধাপরাধী মুজাহিদ সরকারি মন্ত্রী থাকাকালে  ক্ষমতাবলে বাড়ির সামনের রাস্তা তার বাবার নামে নামকরণ করেছিলেন।

দেশের সর্বোচ্চ আদালত মুজাহিদকে মানবতাবিরোধী অপরাধী হিসেবে এবং দেশের ঘৃণীত ব্যক্তি হিসেবে চিহ্নিত করায় তারা এই সড়কের নাম পরিবর্তনের দাবি জানান।

তিনি বলেন, “আমি এই সড়কের নাম কোন মুক্তিযোদ্ধার নামে অথবা কোন কবি সাহিত্যিকের নামে বা কোন গুণিজনের নামে রাখা হোক।”

রোববার প্রথম প্রহরে জেলা আওয়ামী লগি অফিসে বসে তিনি এ দাবির কথা তুললে উপস্থিত নেতাকর্মীরা তাকে সমর্থন জানান।