বোলারদের দুষলেন জিম্বাবুয়ে অধিনায়ক

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় ভীষণ হতাশ জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর। হারের কারণ হিসেবে বোলারদের বাজে বোলিংকে দুষছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2015, 02:05 PM
Updated : 7 March 2015, 02:36 PM

হোবার্টের বেলেরিভ ওভালে শনিবার আয়ারল্যান্ডের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে নেমে ৩২৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তীরে এসে তরি ডুবে যাওয়ার হতাশা ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় একটুও আড়াল করেননি এল্টন চিগুম্বুরার জায়গায় অধিনায়কত্ব করা টেইলর।

“জয়ের পরিস্থিতিতে থেকে আরো একবার হেরে যাওয়া এবং একটুর জন্য ম্যাচটা ছুঁড়ে দিয়ে আসাটা ভীষণ হতাশার।”

“আসলেই আমাদের বোলিং ছিল নিচু মানের। মাঠে আমরা ক্ষুধার্ত ছিলাম না; পরের ম্যাচে আমাদের ঘুরে দাঁড়াতে হবে”, যোগ করেন তিনি।

প্রতিপক্ষ আয়ারল্যান্ডের প্রশংসা করতে অবশ্য ভোলেননি টেইলর। নিজের দলের খেলায়ও সন্তোষ প্রকাশ করেন তিনি।

“আয়ারল্যান্ড একটু বেশি ক্ষুধার্ত ছিল; জয়ের যোগ্য তারা। কঠিন পরিস্থিতিতে আমরাও চতুর ক্রিকেট খেলেছি। এ লক্ষ্যটা তাড়া করা কঠিন ছিল।”

শন উইলিয়ামস ও টেইলরের ব্যাটে এক পর্যায়ে জয়ের স্বপ্ন ভালোভাবেই দেখতে শুরু করে জিম্বাবুয়ে। উইলিয়ামস ৯৬ ও টেইলর ১২১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। কিন্তু শেষ ওভারে জয়ের জন্য দরকারি সাত রানের প্রয়োজনও মেটাতে পারেনি জিম্বাবুয়ের শেষ দিকের ব্যাটসম্যানেরা।