বাংলাদেশের সহায়তার ১০ হাজার মেট্রিক টন চাল নেপালে

ভূমিকম্প দুর্গতদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের পাঠানো ১০ হাজার মেট্রিক টন চাল নেপালে পৌঁছেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2015, 02:19 PM
Updated : 15 May 2015, 02:19 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকালে চাল পৌঁছানোর পর নেপালের ঝাপা জেলা প্রশাসনের কাছে তা হস্তান্তর করা হয়।

গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় নেপাল। ওই ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ।

গত ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০ হাজার মেট্রিক টন চাল এবং পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পাঠানোর সিদ্ধান্ত হয়।

চাল ও পানি ছাড়াও বাংলাদেশ সরকার ও নানা সংস্থার পক্ষ থেকে তাঁবু, ত্রিপল, পলিথিন, মাদুর, ওষুধ ও মেডিকেল সরঞ্জামসহ বিভিন্ন জিনিস পাঠানো হয়েছে নেপালে।

গত ২৬ এপ্রিল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইটে এসব ত্রাণ দ্রব্য নেপালে পাঠানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ সদস্যের একটি মেডিকেল টিম ১৩দিন নেপালে থেকে ভূমিকম্পে আহত তিন হাজারের বেশি ব্যক্তিকে সহায়তা দিয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।