ব্যালটে বিচার শুরুর আহ্বান খোকনের

আন্দোলনের নামে ঢাকাবাসীদের হত্যার বিচারে ভোট চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2015, 08:54 PM
Updated : 11 April 2015, 08:54 PM

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

‘সহস্র নাগরিক’ সমর্থিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

সাঈদ খোকন বলেন, “আমরা একটি বাসযোগ্য ঢাকা গড়তে চাই। আপনারা দেখেছেন, আন্দোলনের নামে ঢাকায় কী উন্মত্ত পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল।

“স্কুলে যাওয়ার জন্য ছোট্ট শিশু বাসা থেকে বের হয়েছে, এক মুঠো রুটি-রুজির জন্য শিক্ষক-শিক্ষিকা মেহনতি মানুষ ঘর থেকে বের হওয়ার পর তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে।”

“ঢাকার রাজপথে প্রকাশ্যে হামলা চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। ঢাকাবাসীকে খুনের এই অপরাধের কি বিচার হবে না? আইন দিয়ে পরিচালিত সভ্য সমাজ কি এর বিচার করবে না?”

“আমি মনে করি, এর বিচার হবে। আগামী ২৮ এপ্রিল ব্যালটের মাধ্যমে আপনারা সেই বিচার প্রক্রিয়া শুরু করবেন।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, মোস্তফা জালাল মহিউদ্দিন, ফজলে নূর তাপস প্রমুখ।