নাটোরে ট্রাকে পেট্রোলবোমায় চালক ও সহকারী দগ্ধ

বিএনপি জোটের অবরোধের মধ্যে নাটোর সদর উপজেলায় একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপে চালক ও তার সহকারী দগ্ধ হয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2015, 05:04 AM
Updated : 5 Feb 2015, 05:04 AM

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে আহম্মদপুর সেতুর পাশে নাটোর-ঢাকা মহাসড়কে ট্রাকটিতে হামলা হয়।

খালি ট্রাকটি রাজশাহীর বানেশ্বর থেকে নগরবাড়িতে সার আনতে যাচ্ছিল বলে নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউল হক জানিয়েছেন।

তিনি বলেন, ট্রাকে পেট্রোল বোমা ছোড়ার পর চালক আশরাফুল ইসলাম (৩৫) এবং তার সহকারী বাবুল হোসেন (২৮) লাফিয়ে নেমে জীবন বাঁচান।

তবে চালকের মাথায় ও তার সহকারীর পা আগুনে সামান্য পুড়েছে।

সহকারী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন থেকে চারজন যুবক হঠাৎ সড়কের ডানপাশ থেকে একটি পেট্রোলবোমা ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে আমরা লাফিয়ে পড়ি। পরে তারা আরও দুটি পেট্রোলবোমা ছোড়ে।”

পরে নাটোর ফায়ার স্টেশনের কর্মী ও পুলিশ এসে ট্রাকের আগুন নেভায়।

নাটোর ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুর রউফ জানান, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।

ঘটনার পর থেকেই জড়িতদের ধরতে ওই এলাকায় অভিযান শুরু হয়েছে বলে ওসি মিজানুর জানিয়েছেন।