ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা, ভাংচুরের ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এক গ্রামের পাঁচটি মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2014, 08:40 AM
Updated : 8 Nov 2014, 07:41 PM

আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে আটক তিন জনসহ অজ্ঞাত আরো ৬০/৭০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে উপজেলার লালপুর গ্রামের দেবাশীষ দাস সোহেল নামের এক ব্যক্তির বিরুদ্ধে ফেইসবুকে নবীকে কটাক্ষের অভিযোগ তুলে ওই গ্রামের টানপাড়া, দাসপাড়া এবং কান্দাপাড়ার লোকনাথ মন্দির, কালীমন্দির, রামঠাকুরের মন্দির, দয়াময় মন্দির ও অনুকুল ঠাকুরের মন্দিরে একযোগে হামলা হয়।

এ ঘটনায় শনিবার সকালে ওই গ্রামের বাসিন্দা বাবুল মিয়া (২১), রাসেল মিয়া (২০) ও জুয়েল মিয়াকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ।

আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, দেবাশীষ দাস সোহেলের বিরুদ্ধে ফেইসবুকে মহানবী হযরত মুহম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বুধবার বিকালে তার বাড়িতে হামলা এবং ভাংচুর চালায় একদল লোক। রাতেই সোহেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় তথ্য ও প্রযুক্তি বিষয়ক আইনে মামলা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, এ ঘটনার জেরে শুক্রবার রাতে একদল লোক লাঠিসোটাসহ মিছিল নিয়ে এসে লালপুর গ্রামের পাঁচটি মন্দিরে হামলা চালায়।

ওই গ্রামের বাসিন্দা দিলীপ দাসগুপ্ত বলেন, শুক্রবার সন্ধ্যায় লালপুর গ্রামে লাঠিসোটা নিয়ে মিছিল করে একদল লোক। পরে রাতে তারা একযোগে টানপাড়া, দাসপাড়া এবং কান্দাপাড়ার লোকনাথ মন্দির, কালীমন্দির, রামঠাকুরের মন্দির,দয়াময় মন্দির,অনুকুল ঠাকুরের মন্দিরে হামলা চালায়।