ঢাবি ফজলুল হক হলের অ্যালামনাই এসোসিয়েশন প্রস্তুতি কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে ৭১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2017, 03:57 PM
Updated : 2 March 2017, 04:07 PM

বৃহস্পতিবার এসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গঠিত প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনোনীত হন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. কবির বিন আনোয়ার।

এতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন হেদায়েত আহমেদ এলান, মো. খায়রুল হাসান জুয়েল, মো. রেজাউল হক, সাজ্জাদ সাকীব বাদশা,  মাহবুবুর রহমান পাভেল, ড. একে লুৎফুল কবির। সদস্য সচিব হয়েছেন মো. জসিম উদ্দিন ভুঁইয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ই ফেব্রুয়ারি ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অফিসে এ প্রস্তুতি কমিটি উপস্থিত সব প্রাক্তন ছাত্রদের সর্বসম্মতিক্রমে গঠিত হয়।

অ্যাসোসিয়েশনের কার্যালয়:  ফজলুল হক মুসলিম হল, ইমেইল : fhhallalumni@gmail.com,  ওয়েব : www.fhdualumni.org

অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী এ কে ফজলুল হকের নামে ১৯৪০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলটির যাত্রা শুরু হয়।