বাংলাদেশকে সহায়তা সংকট উত্তরণে: বার্নিকাট

সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অংশীদার হিসেবে দেখে মন্তব্য করে দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশ যাতে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারে সেজন্য সহযোগিতা করছে তার দেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2016, 05:10 PM
Updated : 20 July 2016, 05:10 PM

বুধবার ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমরা আপনাদের যে ধরনের সহযোগিতা দিয়ে থাকি তা একজন অংশীদার হিসেবে, যে অংশীদার দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে।”

সন্ত্রাসীদের তৎপরতা এখন ‘দেশের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ না থাকায়’ কোনো দেশ এককভাবে এর বিরুদ্ধে লড়াই করতে পারে না বলে মন্তব্য করেন বার্নিকাট।

তিনি বলেন, “এই প্রচেষ্টায় বাংলাদেশকে অংশীদার হিসেবে দেখি আমরা।

“বাংলাদেশকে আমাদের সহায়তার লক্ষ্য, এই সংকট থেকে দেশটি যাতে বেরিয়ে আসতে পারে।”

বাংলাদেশে ওয়াশিংটনের সন্ত্রাসদমন প্রচেষ্টার উদ্দেশ্য নিয়ে সংশয় দূর করার আহ্বান জানান বার্নিকাট।

তিনি বলেন, ‘দুঃখজনকভাবে’ কিছু প্রতিবেদন দেখেছেন, যেখানে কিছু মানুষ বলছে- সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব হয় বাংলাদেশে আক্রমণ অথবা বাংলাদেশের ক্ষমতা গ্রহণ বা যে কোনো উপায়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা অথবা এমনকি বাংলাদেশকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করা।

“কোনোভাবে এ দেশ দখলের কোনো ইচ্ছা আমাদের নেই।”