সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে কয়লাবাহী কার্গো ডুবি

সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে ৫১০ টন কয়লা নিয়ে একটি কার্গো ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2015, 07:39 PM
Updated : 27 Oct 2015, 07:54 PM

মঙ্গলবার রাত ৮টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের বিউটি মার্কেট এলাকায় খাদ্য গুদামের সামনে পশুর নদীতে এমভি জিয়া রাজ নামে কার্গোটি ডুবে যায় বলে চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান।

কার্গোর মাস্টারের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মংলা বন্দরের হারবাড়িয়া-১ থেকে ৫১০ টন কয়লা বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওনা করেছিলেন তারা।

“সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে পৌঁছে কার্গোর তলা ফেটে আস্তে আস্তে তাতে পানি উঠতে শুরু করে। জাহাজটি ডুবে যাচ্ছে বুঝতে পেরে মাস্টার ও নাবিকরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে উঠে আসেন।”

এই কয়লা বিদেশ থেকে আমদানি করা হয়েছে বলে জানালেও কারা, কোন দেশ থেকে এনেছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি নৌ পুলিশ কর্মকর্তা জাহিদুল।

গত বছর ৯ ডিসেম্বর সুন্দরবনের এই রেঞ্জের কাছে শেলা নদীতে সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস ওয়েলবাহী ট্যাংকার ডুবে যায়। ওই তেল সুন্দরবনের কয়েক হাজার কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ে।