খেলা

৯ গোলের ম্যাচে মিলানের নাটকীয় জয়

Byস্পোর্টস ডেস্ক

মিলানের নতুন খেলোয়াড় জেরেমি মেনেজ করেন জোড়া গোল। লাল কার্ড দেখেন পার্মার ফেলিপে আর মিলানের দানিয়েলে বোনেরা।

রোববারের এই ম্যাচে চোট পাওয়ার জন্য মিলান অভিষেক হয়নি চেলসি থেকে আসা ফরোয়ার্ড ফের্নান্দো তোরেসের। তবে স্বাগতিক পার্মার মাঠে ২৫তম মিনিটে জাকোমো বোনাভেন্তুরার গোলে এগিয়ে যায় অতিথিরা। তবে দুই মিনিট পরেই হেডে সমতা ফেরান আন্তোনিও কাস্সানো।

জাপানের কেইসুকে হোন্ডার গোলে আবার এগিয়ে যায় মিলান। বিরতির আগে পেনাল্টি থেকে মেনেজের গোলে মনে হচ্ছিল সহজ জয়ই পেতে যাচ্ছে সানসিরোর ক্লাবটি।

তবে বিরতির পর ফেলিপের গোলে ম্যাচে ফেরে পার্মা। মিলানের বোনেরার লাল কার্ডে স্বাগতিকদের আক্রমণ আরো জোরদার হয়। তবে নাইজেল ডি ইয়োংয়ের গোলে আবার দুই গোলে এগিয়ে যায় মিলান।

আলেস্সান্দ্রো লুকাররেল্লির হেডে ব্যবধান কমিয়ে আশা জাগায় পার্মা। তবে একটু পরেই দলের ফেলিপের লাল কার্ড আর মিলানের মেনেজের ব্যাক হিল থেকে দুর্দান্ত এক গোলে ম্যাচটা হাতছাড়া হয়ে যায় স্বাগতিকদের।

ম্যাচের শেষ দিকে মিলানের মাত্তিয়া দে শিলিওর অদ্ভুত আত্মঘাতী গোলে ব্যবধান কমলেও আর কোনো নাটকীয়তার সময় পায়নি পার্মা।

আগের ম্যাচে সাস্সুয়োলোকে ৭-০ গোলে হারায় মিলানেরই আরেক ক্লাব ইন্টার মিলান।

SCROLL FOR NEXT