ইকার্দির হ্যাটট্রিকে ইন্টারের বিশাল জয়

ইতালির শীর্ষ লিগ সেরি আয় বিশাল জয় পেয়েছে ইন্টার মিলান। মাউরো ইকার্দির হ্যাটট্রিকে ৭-০ গোলে সাস্সুয়োলোকে উড়িয়ে দিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 03:33 PM
Updated : 15 Sept 2014, 07:30 AM

এবারের আসরে ইন্টারের এটা প্রথম জয়। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে ছিল ইন্টার।

প্রথম ম্যাচে তোরিনোর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল লিগের অন্যতম সফলতম দলটি।

ঘরের মাঠ সান সিরোয় রোববার ম্যাচের চতুর্থ মিনিটে ইন্টারের গোলবন্যার শুরু করেন আর্জেন্টিনার স্ট্রাইকার ইকার্দি। ৩০তম মিনিটে দ্বিতীয় গোল আর ৫৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

এছাড়া জোড়া গোল করেন ইকার্দির স্বদেশি পাবলো অসভালদো এবং একটি করে গোল করেন অস্ট্রিয়ায় জন্ম নেয়া মিডফিল্ডার মাতেও কোভাসিচ ও কলম্বিয়ার মিডফিল্ডার ফ্রেদি গুয়ারিন।

৬০তম মিনিটে স্ট্রাইকার দোমিনিকো বেরার্দি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সাসসুয়োলো।

সহজ জয় পেয়েছে লাৎসিও। নবাগত সেসেনাকে ৩-০ গোলে হারায় তারা।

দিনের অন্য ম্যাচে অঘটনের শিকার হয়েছে নাপোলি। কিয়েভোর কাছে নিজেদের মাঠে একমাত্র গোলে হেরেছে তারা।
২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নাপোলির আর্জেন্টিনার স্ট্রাইকার গনসালো হিগুয়াইন। পরে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে নাপোলির জালে বল পাঠান কিয়েভোর আর্জেন্টিনার স্ট্রাইকার মাক্সি লোপেজ।