খেলা

এমএসএন নিয়ে সতর্ক কিয়েল্লিনি

Byস্পোর্টস ডেস্ক

কাম্প নউয়ে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে স্বাগতিক বার্সেলোনার মুখোমুখি হবে ইউভেন্তুস। নিজেদের মাঠে প্রথম লেগে ৩-০ গোলের বড় জয় পায় সেরি আ চ্যাম্পিয়নরা।

কিয়েল্লিনির মতে, ইউভেন্তুস বড় ব্যবধানের জয় নিয়ে শেষ চারের পথে এগিয়ে থাকলেও কোয়ার্টার-ফাইনালের লড়াই শেষ হয়ে যায়নি। বার্সেলোনার মাঠে কেবল রক্ষণের চিন্তা করলেই হবে না বলে মনে করেন তিনি।

শেষ ষোলোর প্রথম লেগেও পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে এমন অনিশ্চয়তায় পড়েছিল লা লিগা চ্যাম্পিয়নরা। তবে নিজেদের মাঠে ৬-১ গোলের ঐতিহাসিক জয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে লুইস এনরিকের দল।

ইউভেন্তসের অফিসিয়াল ওয়েবসাইটকে কিয়েল্লিনি বলেন, “আমরা যদি বিপজ্জনক জায়গাগুলো থেকে তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দূরে রাখতে পারি ... সংগঠিত থাকতে পারি তাহলে ম্যাচটা তাদের জন্য অনেক কঠিন হবে।”

“বার্সেলোনার বিশ্বসেরা আক্রমণভাগ আছে এবং তাদের তিন স্ট্রাইকার সম্ভবত বিশ্বের সেরা পাঁচজনের তিনজন। তারা অসাধারণ খেলোয়াড়, তাদের প্রত্যেকেরই নিজস্ব গুণাগুণ আছে।”

SCROLL FOR NEXT