সমগ্র বাংলাদেশ

ভোটের সরঞ্জামের গাড়ি দুর্ঘটনা: আনসার সদস্যের মৃত্যু   

Byবান্দরবান প্রতিনিধি

রোববার রাত ৮টার দিকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে লামার আনসার-ভিডিপি কর্মকর্তা শামীম ইসলাম জানান।

মৃত আনসার সদস্যের নাম হাফিজা বেগম। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

রোববার বান্দরবান সদর থেকে লামা যাওয়ার পথে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনায় একটি কেন্দ্রের দায়িত্ব পাওয়া প্রিসাইডিং অফিসারসহ পুলিশ ও আনসার সদস্য মিলে অন্তত আটজন আহত হন।

আহতদের মধ্যে সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক রুহুল আমিন রয়েছেন, যিনি ওই ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন।

বাকি আহতদের নাম জানা যায়নি। তারা চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত ৫ জনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয় বলে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-এ-জান্নাত রুমি বিকালে জানিয়েছিলেন, যাদের মধ্যে একজনের মৃত্যু হলো।  

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রেজাউল করিম বলেন, লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পোলাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল ওই গাড়িতে করে।

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের সাতটি উপজেলায় আগামী ১৮ মার্চ সোমবার দ্বিতীয় দফা ভোট গ্রহণ হবে।

SCROLL FOR NEXT