বান্দরবানে ভোটের সরঞ্জামের গাড়ি দুর্ঘটনায়, আহত ৮

বান্দরবানের লামা উপজেলায় ভোটের সরঞ্জাম নেওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছেন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2019, 12:56 PM
Updated : 17 March 2019, 12:57 PM

রোববার বান্দরবান সদর থেকে লামা যাওয়ার পথে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক রুহুল আমিন রয়েছেন, যিনি ওই ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন। বাকি আহতদের নাম জানা যায়নি।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-এ-জান্নাত রুমি জানান, গুরুতর আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রেজাউল করিম বলেন, লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পোলাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল ওই গাড়িতে করে।

“পথে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে একটি গাছে গাড়িটি ধাক্কা দেয়।”

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের সাতটি উপজেলায় আগামী ১৮ মার্চ সোমবার দ্বিতীয় দফা ভোট গ্রহণ হবে।