সমগ্র বাংলাদেশ

কক্সবাজারে ঘুষের মামলায় এসআই কারাগারে

Byকক্সবাজার প্রতিনিধি

জেলার জজ আদালতের পিপি মমতাজ আহমদ জানান, এসআই এবিএম কামাল উদ্দিন (৪০) কক্সবাজারের কুতুবদিয়া থানায় দায়িত্ব পালনকালে এক নারী তার বিরুদ্ধে এই মামলা করেন।

কামাল উদ্দিন ঢাকায় শিল্পাঞ্চল পুলিশে দায়িত্ব পালন করছিলেন জানিয়ে পিপি বলেন, সোমবার আদালতে হাজিরা দিতে এলে দায়রা জজ মীর শফিকুল আলম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

“কামালের বিরুদ্ধে অভিযোগ, কামাল কুতুবদিয়া থানায় দায়িত্ব পালনকালে জমিলা আকতার নামে এক নারীর কাছ থেকে মামলা নথিভুক্ত করার জন্য ঘুষ নেন। পরে কামালই মামলাটির তদন্ত কর্মকর্তা নিয়োজিত হন। তার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি আসামির কাছ থেকে ঘুষ নিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন।”

এ ঘটনায় জামিলা এসআই কামাল উদ্দিন ও পরিদর্শক আলতাফ হোসেনের বিরুদ্ধে কক্সবাজারের বিশেষ আদালতে মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের জন্য নির্দেশ দেয়। দুদক তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়।

সেই মামলায় হাজিরা দিতে গেলে আদালত কামালকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। তাকে হাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৯ জুন হাজিরা দিতে এলে পরিদর্শক আলতাফকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয় আদালত।

SCROLL FOR NEXT