ঘুষ গ্রহণের মামলায় পিবিআই পরিদর্শক কারাগারে

ঘুষ গ্রহণের মামলায় হাজিরা দিতে আসা পিবিআইয়ের এক পরিদর্শককে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে কক্সবাজারের একটি আদালত।

নিজস্ব প্রতিবেদকও কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 02:07 PM
Updated : 19 June 2018, 02:22 PM

মঙ্গলবার জেলা ও দায়রা জজ মীর শফিকুল ইসলাম এ আদেশ দেন বলে জানান কক্সবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ আহমদ।

আসামি আলতাফ হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফেনীতে পরিদর্শক হিসেবে কর্মরত বলে জানান পিবিআই ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

আলতাফের বিরুদ্ধে করা মামলার বরাত দিয়ে পিপি মমতাজ বলেন, আলতাফ হোসেন কক্সবাজারের কুতুবদিয়া থানায় দায়িত্ব পালনকালে একটি মামলা নথিভুক্ত করার সময় বাদীর কাছ থেকে ঘুষ গ্রহণ করেন।

“পরে আবার আসামিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে তিনি আদালতে ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।”

পিপি আরও বলেন, এরপর ওই বাদী ঘুষ গ্রহণের অভিযোগে কক্সবাজারের বিশেষ আদালতে মামলা করেন আলতাফের বিরুদ্ধে। আদালত মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের আদেশ দেয়। দুদক তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়। মঙ্গলবার ছিল ওই মামলার ধার্য তারিখ।

“মামলার শুনানিতে উপস্থিত হয়ে আলতাফ জামিন আবেদন করেন; বিচারক আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাটানোর আদেশ দেয়।”