সমগ্র বাংলাদেশ

রোববারও খাগড়াছড়িতে সড়ক অবরোধের ঘোষণা

Byখাগড়াছড়ি প্রতিনিধি

শনিবার ইউপিডিএফের মুখপাত্র নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে পরিকল্পিতভাবে নব্য মুখোশ বাহিনী হত্যা করেছে। এর প্রতিবাদে খাগড়াছড়িতে ঘোষিত ৬ জানুয়ারির সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে প্রশাসনের বিনা উস্কানিতে পিকেটারদের উপর টিয়ারসেল নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করেছে।

“শনিবারের এ ঘটনার প্রতিবাদে ৭ জানুয়ারি (রোববার) খাগড়াছড়ি জেলায় আরও একদিন সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করা হবে।”

মিঠুন চাকমা হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক দেয় গণতান্ত্রিক যুব ফোরাম।

সড়ক অবরোধে জেলায় বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে দাবি করে শনিবার খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন বলেন, চেঙ্গী স্কোয়ার এলাকায় পুলিশের ওপর পিকেটাররা, ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি করে পিকেটারদের ছত্রভঙ্গ করে।

এছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে ছিল বলে জানান তিনি।

মিঠুন চাকমা হত্যার ঘটনায় এখনও (শনিবার বিকাল পর্যন্ত) কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।

SCROLL FOR NEXT