সমগ্র বাংলাদেশ

হাইমচরের চেয়ারম্যানের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিলে হামলা

Byচাঁদপুর প্রতিনিধি

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের আলগী বাজার এলাকায় এ ঝাড়ু মিছিলে চেয়ারম্যানের সমর্থকরা হামলা চালালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান হাইমচর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান।

সংঘর্ষ চলাকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল শিক্ষার্থীদের তৈরি ‘পদ্মা সেতু’ ওপর দিয়ে জুতা পায়ে হাঁটার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে আলগী বাজারে ঝাড়ু মিছিল বের করে। এ সময় উপজেলা চেয়ারম্যানের লোকজনের তাদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় কেউ আটক হয়নি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া বলেন, এলাকাবাসী উপজেলা চেয়ারম্যানের শাস্তির দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় চেয়ারম্যানের লোকজন ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ ব্যাপারে নূর হোসেন পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সোমবার চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনে শিক্ষার্থীদের হাতে হাত রেখে তার ওপর আরেক শিক্ষার্থীকে শুইয়ে বানানো ‘পদ্মা সেতুর’ (ছাত্রের পিঠে) ওপর দিয়ে হাঁটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী।

ওই ঘটনার ছবি ও ভিডিও নিয়ে ফেইসবুকে সমালোচনার ঝড় বইছে। এ ঘটনায় নূর হোসেন পাটওয়ারীসহ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও হয়েছে।
SCROLL FOR NEXT