সমগ্র বাংলাদেশ

লঞ্চ থেকে পড়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা ভোলায় উদ্ধার

Byবরিশাল প্রতিনিধি

ভোলার ইলিশা এলাকায় নদী থেকে জেলেরা তাকে উদ্ধার করেছে বলে রোববার দুপুরে স্বজনরা খবর পান বলে বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শফিক জানান।

শনিবার রাত ১টার দিকে বরিশালের হিজলা উপজেলার কালিগঞ্জ মাঝেরচর এলাকায় এমভি পারাবত-১২ লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যান হিরন (২৮)। তিনি বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজার রোড এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী শাহ আলম সিকদারের ছেলে।

রোববার ভোরে লঞ্চটি বরিশাল ঘাটে পৌঁছলে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সঙ্গে থাকা বরিশাল নগরীর তিন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এসআই মো. শফিক বলেন, ঘটনার পর নৌ পুলিশ ও হিরনের স্বজনরা পৃথকভাবে খোঁজে বের হয়। ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় খোঁজ খবর নেন তারা।

“এক পর্যায়ে স্বজনরা জানতে পারেন ভোলার ইলিশা এলাকায় জেলেরা নদী থেকে এক যুবককে উদ্ধার করেছে। পরে সেখানে গিয়ে তারা হিরনকে শনাক্ত করেন।”

হিরনের বাবা শাহ আলম সিকদার বলেন, তার শারীরিক অবস্থা খুবই দুর্বল।ট্রলারে করে বরিশালে এনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে।

SCROLL FOR NEXT