রাজনীতি

খন্দকার মাহবুবসহ ৬ জনের আগাম জামিন

Byনিজস্ব প্রতিবেদক

জামিন পাওয়া বাকি পাঁচ আইনজীবী হলেন- আব্দুর রেজাক খান, আমিনুল হক, নিতাই রা্য় চৌধুরী, সানাউল্লাহ মিয়া এবং তৈমুর আলম খন্দকার।

সোমবার আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর হাই কোর্ট বেঞ্চ।

জামিন আবেদনের পক্ষে খন্দকার মাহবুব ও নিতাই রায় চৌধুরী নিজেরাই শুনানি করেন। তাদের সঙ্গে শুনানি করেন মওদুদ আহমদ।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিভিন্ন কর্মসূচির সময় পুলিশের কাজে বাধা, হামলা, ককটেল বিষ্ফোরণ ও নাশকতার অভিযোগে চলতি মাসের বিভিন্ন সময়ে পল্টন, মিরপুর, খিলগাঁও, মতিঝিল, রূপগঞ্জ, ফতুল্লা থানায় পুলিশ এসব মামলা করে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবের সঙ্গে অ্যাডভোকেট আব্দুর রেজাক খান ছাড়াও বিএনপির ৫৯ নেতা-কর্মীকে এসব মামলায় আসামি করা হয়।

SCROLL FOR NEXT