লাইফস্টাইল

কলার খোসার নানান ব্যবহার

Byলাইফস্টাইল ডেস্ক

জীবন-যাপন বিষয়ক ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন থেকে কলার খোসার নানান ব্যবহারিক উপকারিতা সম্পর্কে এখানে জানানো হল।

চামড়ার জিনিস পরিষ্কার করতে: জুতার চামড়ার সঙ্গে মানানসই যে কোনো ধরনের চামড়ার জিনিস কলার খোসা দিয়ে পরিষ্কার করা সম্ভব। এর আর্দ্রভাব ও তেল খুব ভালো পলিশের কাজ করে।

ঘরের গাছ পরিষ্কার করতে: ঘরে রাখা গাছগুলোর পাতা পরিষ্কার রাখতে কলার খোসা ব্যবহার করতে পারেন। খোসার তেল পাতার উপরে একটা প্রলেপের সৃষ্টি করে যা দীর্ঘদিন ময়লা বসতে দেয় না। আর পাতার চকচকেভাব ধরে রাখতে সাহায্য করে।

জুতা পলিশ: কলার খোসার তেল ও আর্দ্রভাব চামড়ার জুতা পরিষ্কার করতে সাহায্য করে। কলার খোসা ছাড়িয়ে তা দিয়ে জুতা ঘষে নিন। এরপর পাতলা কাপড় দিয়ে জুতাটা মুছে নিন।

দাঁত সাদা করতে: কলার খোসা দাঁত সাদা করতে সহায়ক। এর ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম দাঁতের এনামেল সাদা করে।

কলার খোসা ছাড়িয়ে তা দিয়ে দাঁত ঘষে তারপর পরিষ্কার করে নিন। দাঁত হয়ে উঠবে সাদা ও ঝকঝকে।

image courtesy: pixabay free picture

আরও পড়ুন

SCROLL FOR NEXT