লাইফস্টাইল

সাগুর পায়েস

Byলাইফস্টাইল ডেস্ক

রেসিপি দিয়েছেন তাসনুভা রোজ নওরিন।

উপকরণ: তরল দুধ ৩ কাপ। চিনি বা কন্ডডেস্ট মিল্ক, স্বাদ মতো। সাগু ১ কাপ পানি দিয়ে ভেজানো। ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ। যে কোনো ফল।

পদ্ধতি: প্রথমে দুধ জ্বাল দিন। গরম হয়ে ফুটে আসলে চিনি, সাগু ও ভ্যানিলা এসেন্স দিন। একটু ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে ফল দিয়ে মিশিয়ে দিন। স্বাভাবিক তাপমাত্রায় আসলে ছয় থেকে সাত ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন সাগুর পায়েস।

SCROLL FOR NEXT