চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ বক্সে হামলায় ‘আইএসের দায় স্বীকার’

Byচট্টগ্রাম ব্যুরো

শনিবার জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী এই গ্রুপের এক টুইটে বলা হয়, চট্টগ্রামে বাংলাদেশের পুলিশ সদস্যদের ওপর বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস।

শুক্রবার রাতে নগীরর ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।

নাশকতার উদ্দেশে এ হামলা চালানো হয়েছে বলে মনে করছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান।

ঘটনাস্থলে জিআই পাইপ ও মার্বেল জাতীয় পদার্থের টুকরো পাওয়ার কথা জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বলেছেন, “স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।”

এ ঘটনায় আইএসের দায় স্বীকারের খবর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই।”

SCROLL FOR NEXT