চট্টগ্রাম

হালদায় ফের ভেসে উঠল মৃত ডলফিন

Byচট্টগ্রাম ব্যুরো

মঙ্গলবার বিকেলে হালদা নদীর মদুনাঘাট সেতু সংলগ্ন এলাকায় মৃত ডলফিনটি ভাসতে দেখা যায়।

হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডলফিনটি অপ্রাপ্ত বয়স্ক, বয়স ছয় থেকে সাত মাসভ

“ডলফিনটির শরীরের মাঝ বরাবর প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে, গায়ে পচন ধরেছে।”

মনজুরুল কিবরীয়া বলেন, আঘাতের ধরন দেখে তার মনে হয়েছে, ড্রেজারের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে। হালদায় ড্রেজার চলাচল নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না।

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার হাটহাজারী অংশের খলিফাঘোনা এলাকায় গত ৯ এপ্রিল প্রায় আট কেজি ওজনের একটি মৃত মৃগেল মাছ ভেসে ওঠে। ওই মা মাছের শরীরেও আঘাতে চিহ্ন ছিল।

তার আগে ৪ মার্চ নদীর রাউজান উপজেলার অংকুরীঘোনা এলাকায় ১২ কেজি ওজনের একটি কাতলা মাছ এবং হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা আমতোয়া এলাকায় তিন কেজি ওজনের আইড় মাছ মারা যায়। ওই দুটি মাছের শরীরেও আঘাতে চিহ্ন ছিল।

হালদায় গত বছরের শুরুতে ড্রেজারের আঘাতে তিন মাসে ১৬টি ডলফিন মারা যাওয়ার পর নদীর বালুমহালগুলো আর ইজারা দেয়নি জেলা প্রশাসন।

SCROLL FOR NEXT