)
চট্টগ্রাম

সীতাকুণ্ডের সৈকতে মৃত ডলফিন, পড়ে আছে কয়েকদিন

Byচট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুরে সৈকতে ভেসে আসা একটি মৃত ডলফিন পড়ে আছে গত কয়েকদিন ধরে।

সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলো সোমবার স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পারে। তারপর ডলফিনটির মরদেহ সরানোর উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ আগে মৃত ডলফিনটি জোয়ারের পানিতে আকিলপুর সৈকতে ভেসে আসে। জোয়ার-ভাটায় সাগরের পানির ধাক্কায় সেটি পাথরের ব্লক পেরিয়ে বেড়িবাঁধের নিচের অংশে চলে এসে আটকে যায়।

কয়েকদিন সেখানে পড়ে থাকায় এবং রোদে পচে ডলফিনের মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। গত কয়েক দিনে সেটি ফুলেও উঠেছে, কালচে হয়ে গেছে গায়ের রঙ। আশেপাশে উড়ছে মাছি।

সৈকত এলাকায় বেড়াতে আসা লোকজন জানান, গত কয়েকদিনে ডলফিনটির মরদেহ সরিয়ে নিতে কেউ উদ্যোগ নেয়নি।

জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডলফিনের বিষয়টি মূলত বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের এখতিয়ার, আমাদের বিবেচ্য নয়।

“তারপরও বিষয়টি জানতে পেরে স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি লোকজন দিয়ে সেটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন।” 

এ বিষয়ে জানতে উপকূলীয় বন বিভাগের (সীতাকুণ্ড) রেঞ্জ কর্মকর্তা কামাল হোসেনের মোবাইলে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি।

এর আগে ২০২১ সালের ২০ অগাস্ট উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাতচর এলাকায় সমুদ্র তীরবর্তী সংরক্ষিত উপকূলীয় বনে এবং ২৬ মে সীতাকুণ্ডের কুমিরা উপকূলে দুটি পূর্ণ বয়স্ক মৃত ডলফিন পাওয়া যায়।

আগেও বিভিন্ন সময় বঙ্গোপসাগর থেকে সীতাকুণ্ড উপকূলে মৃত ডলফিন ভেসে আসার বিষয়টি জানিয়েছেন স্থানীয়রা।

SCROLL FOR NEXT