ক্রিকেট

কোহলি না থাকায় কোচ খুশি, খেলোয়াড়রা হতাশ

Byক্রীড়া প্রতিবেদক

আইসিসির নিষেধাজ্ঞার জন্য বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। ডমিঙ্গো নিশ্চিত, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার না থাকায় বাড়তি সুবিধা পাবে ভারত।

“সাকিব নেই, বিরাট নেই। সাকিব নেই, এটা ভারতের সুবিধা। বিরাট নেই, এটা বাংলাদেশের সুবিধা। দুই জন অসাধারণ খেলোয়াড় তারা।”

“ছেলেরা বিশ্বের সেরাদের বিপক্ষে নিজেদের পরীক্ষা করে নিতে চায়। বাংলাদেশের সবাই বিরাট কোহলির বিপক্ষে নিজের সামর্থ্য পরীক্ষা করতে পছন্দ করতো। কোহলির না খেলা ছেলেদের জন্য হতাশার।”

চোটের জন্য ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনও। পেস বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন শফিউল ইসলাম, আবু হায়দার ও আল আমিন হোসেন। স্পিন আক্রমণে তাইজুল ইসলামের সঙ্গী আরাফাত সানি ও আমিনুল ইসলাম। তিন অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন ও আফিফ হোসেনও করতে পারেন কয়েক ওভার। ডমিঙ্গো জানান, কোহলিকে বোলিং করতে উন্মুখ ছিলেন তার শিষ্যরা। 

“সম্ভবত বিশ্বের সেরা ব্যাটসম্যানের বিপক্ষে খেলতে না পারা ছেলেদের জন্য হতাশার। কোচ হিসেবে আমার জন্য ওর না খেলাটা দারুণ।”

SCROLL FOR NEXT