ক্রিকেট

লিটনের আরেকটি ঝড়ো সেঞ্চুরি

Byক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর ওপেনার আউট হয়েছেন ১০১ বলে ১৩৬ রান করে।

এক ম্যাচ আগেই মোহামেডানের বিপক্ষে ১০৩ বলে ১৩৫ করেছিলেন লিটন। পরের ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে ৫০ করেছিলেন ৩৮ বলে। এবার আরও একটি সেঞ্চুরি।

সব মিলিয়ে এবারের লিগে ৯ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ অর্ধশতকে লিটনের রান ৫৭৮। সর্বোচ্চ রানের তালিকায় তার ধারে কাছে নেই কেউ। গড় ৬৪.২২, স্ট্রাইক রেট ১০৯.৪৬।

বিকেএসপির চার নম্বর মাঠে বুধবার রুপগঞ্জের বিপক্ষে সাদমান ইসলামকে নিয়ে ২০৭ রানের উদ্বোধনী জুটি গড়েন লিটন। এবারের লিগে উদ্বোধনী জুটিতে দুশ রান এটিই প্রথম।

৭ চার ও ৫ ছক্কায় ৮৩ বলে ৮৫ রান করে ফেরেন সাদমান। লিটন অর্ধশতক ছুঁয়েছিলেন ৩৮ বলে। একই গতি ধরে রেখে পরের পঞ্চাশ করেছেন ৪০ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা তার চতুর্থ সেঞ্চুরি। শেষ পর্যন্ত মোহাম্মদ শরিফের বলে আউট হয়েছেন ১৩৬ রানে। ২০টি চারের পাশে ইনিংসে ছক্কা ছিল তিনটি।

দুই ওপেনারের বিদানের পর অবশ্য রানের সেই স্রোত সেভাবে ধরে রাখতে পারেনি আবাহনী। পরের ব্যাটসম্যানদের কেউ সেভাবে তুলতে পারেনি ঝড়। শেষ ১৫ ওভারে আসেনি বলপ্রতি রানও। তবে দুর্দান্ত উদ্বোধনী জুটি আর কজনের টুকটাক অবদানে আবাহনী তুলেছে ৩৩৩ রান।

SCROLL FOR NEXT