ক্রিকেট

৫ উইকেটে বেদিকে টপকে সাকিব

Byক্রীড়া প্রতিবেদক

১৪ বার করে ৫ উইকেট নিয়ে দুজনই ছিলেন পাশাপাশি। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ৫ উইকেট নিয়ে সাকিব গেলেন ছাড়িয়ে।

বেদি ১৪ বার ৫ উইকেট পেয়েছিলেন ৬৭ টেস্টে। সাকিব এগিয়ে গেলেন ৪৩ টেস্টেই।

বাঁহাতি স্পিনে সাকিবের চেয়ে বেশি বার ৫ উইকেট পেয়েছেন আর মাত্র তিন জন। ১৭ বার পেয়েছেন ডেরেক আন্ডারউড, ২০ বার ড্যানিয়েল ভেট্টোরি। ২৬ বার ৫ উইকেট নিয়ে সবার ওপরে রঙ্গনা হেরাথ।

২০০৮ সালে চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেয়েছিলেন সাকিব। নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়েছিলেন ৩৬ রানে।

সেটি ছিল সাকিবের সপ্তম টেস্ট। এরপর থেকে ৫ উইকেট পাওয়াকে বানিয়েছেন নিয়মিত চিত্র। আটটি দেশের বিপক্ষে খেলেছেন, ৫ উইকেট নিয়ছেন সব কটির বিপক্ষেই। জিম্বাবুয়ের বিপক্ষে নিয়েছেন সর্বোচ্চ ৩ বার। দুই বার করে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে একবার করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ হয়নি এখনও।

আগামী বছরই বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। সাকিব সুযোগ পাবেন বৃত্ত পূরণের।

SCROLL FOR NEXT