লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন।

|

ছবি: আইএসপিআর

)<div class="paragraphs"><p>লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন।</p></div>
বাংলাদেশ

লেফটেন্যান্ট কর্নেল ইসমাইলের দাফন হবে বনানীতে

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকার নবাবগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া সেনা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেনকে ঢাকার বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল গত ২৭ জুলাই হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত হন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তার মৃত্যু হয়।

বুধবার সন্ধ্যায় ইসমাইলের মরদেহ দেশে পৌঁছেছে জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব বলেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় র‍্যাবের প্রধান কার্যালয়ে তার জানাজা হবে।

পুলিশ মহা পরিদর্শক বেনজীর আহমেদ, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন।

জোহরেরর নামাজের পর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আরেক দফা জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে লেফটেন্যান্ট কর্নেল ইসমাইলকে।

৪৫ বছর বয়সী ইসমাইল স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

আরও পড়ুন

SCROLL FOR NEXT