বাংলাদেশ

সাঈদীর মামলার বাদির বাড়িতে তাণ্ডব

Byপিরোজপুর প্রতিনিধি

বিরোধী দলের ডাকা হরতালের মধ্যে সোমবার সকালে জিয়ানগরের টেংরাখালী গ্রামে একাত্তরের মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুবুল আলম হাওলাদারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে জিয়ানগর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান।

মাহাবুব সাংবাদিকদের জানান, সকাল পৌনে ১০টার দিকে কয়েকশ জামায়াতকর্মী শ্লোগান দিতে দিতে তার বাড়িতে চড়াও হয়।

তারা বাইরে থেকে বাড়ির বিভিন্ন অংশে ব্যাপক ভাংচুর করে এবং বাড়ির টিউবওয়েল ও শৌচাগার গুঁড়িয়ে দেয়।

এক পর্যায়ে হামলাকারীরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় মাহাবুব স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরের দোতলায় উঠে আত্মগোপন করেন।

জামায়াত-শিবির কর্মীরা এ সময় ঘরের টেলিভিশনসহ মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে এবং নিচতলায় কাউকে খুঁজে না পেয়ে চলে যায়।

জিয়ানগর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, খবর পেয়ে এএসপি এম মোর্শেদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘুরে দেখেন।

এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান তিনি।

মাহাবুবুল আলম হাওলাদার

মাহাবুবুল আলম হাওলাদার

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা-লুটপাট- অগ্নি সংযোগের অভিযোগে  ২০০৯ সালের সেপ্টেম্বরে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পিরোজপুরের হাকিম আদালতে মামলা করেন মাহাবুবুল আলম হাওলাদার।

পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং ওই মামলায় প্রথম সাক্ষী হিসাবে জবানবন্দি দেন মাহাবুব।

মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় গত ফেব্রুয়ারিতে সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আদালত। ওই রায়ের পর সারা দেশে ব্যাপক সহিংসতা চালায় জামায়াত কর্মীরা।   

SCROLL FOR NEXT