বাংলাদেশ

‘ছুটিতে’ খোলা থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি বাড়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, “প্রধানমন্ত্রীর কার্যালয় আগামী ২৬ এপ্রিল থেকে সরকারি দাপ্তরিক সময়সূচি অনুযায়ী যথারীতি খোলা থাকবে।

“প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, প্রকল্প পরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং সকল উইংয়ের সমপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন।”

তবে মহাপরিচালক এবং উইং প্রধানদের বলা হয়েছে, তারা পর্যালোচনা করে নিজ নিজ উইংয়ের সাপোর্ট স্টাফের দৈনিক উপস্থিতি সংখ্যা নির্ধারণ করে দেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “উইং বা শাখায় কর্মরত সাপোর্ট স্টাফদের উপস্থিতি ২৫ শতাংশের বেশি না হওয়াই বাঞ্ছনীয়।”

কোভিড-১৯ এর বিস্তার রোধে সরকারঘোষিত সাধারণ ছুটিতে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস সীমিত পরিসরে খোলা থাকবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে।

SCROLL FOR NEXT