শুধু ১৮টি নয়, জরুরি সেবার সব সরকারি অফিস খোলা

কোভিড-১৯ এর বিস্তার রোধে সরকারঘোষিত সাধারণ ছুটিতে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 01:32 PM
Updated : 24 April 2020, 01:32 PM

শুধুমাত্র ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখার আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে বলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখায় নির্দেশনা দেওয়ার পর ওই তালিকার বাইরে থাকা কোনো কোনো মন্ত্রণালয় আমাদের জানায়, তারাও সীমিত পরিসরে অফিস খোলা রেখে কাজ করছে।

“এখন আমরা কোনো মন্ত্রণালয়, বিভাগ বা সরকারি অফিসের নাম নির্দিষ্ট না করে দিয়ে বলছি, জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিসই এই ছুটির মধ্যে সীমিত পরিসরে খোলা থাকবে।”

ওইসব সরকারি দপ্তরের মাঠ পর্যায়ের অফিসগুলোও সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব।

নতুন করে ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটির আদেশ জারির পর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক অফিস আদেশে বলেছিল, এই ছুটির সময় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সীমিত পরিসরে খোলা থাকবে।