বাংলাদেশ

জুলহাজ-তনয় হত্যা: গ্রেপ্তার আসাদুল্লাহ ফের রিমান্ডে

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্রেপ্তারের পর তিন দিন জিজ্ঞাসাবাদ শেষে রোববার ফের তাকে ১০ দিন হেফাজতে চেয়ে ঢাকার মহানগর হাকিম আদালতে আবেদন করেন কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মুহাম্মদ মনিরুল ইসলাম।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দিদার হোসেন তিন দিন হেফাজতের আদেশ দেন।

গত ১৫ জানুয়ারি ঢাকার পাশের গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তারের পর আসাদুল্লাহকে তিন দিনের হেফাজতে নিয়েছিল পুলিশ।

পুলিশ বলছে, গ্রেপ্তার আসাদুল্লাহ (২৫) নিষিদ্ধ জঙ্গি দল আনসার উল্লাহ বাংলাটিমের সামরিক শাখার ‘একজন গুরুত্বপূর্ণ সদস্য’। বিভিন্ন সময়ে ফখরুল, ফয়সাল, জাকির বা সাদিক নাম নিয়ে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ২০১৬ সালে উত্তর বাড্ডার সাঁতারকুলে পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাতেও জড়িত ছিলেন তিনি।

আসাদুল্লাহসহ পাঁচজন ঢাকার কলাবাগানে জুলহাজ-তনয় হত্যায় সরাসরি অংশ নেয় বলে বুধবার পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

SCROLL FOR NEXT