বাংলাদেশ

লুৎফর রহমান বাদলের স্ত্রীর বিরুদ্ধেও দুদকের মামলা

Byনিজস্ব প্রতিবেদক

সোমা আলম রহমানের বিরুদ্ধে সোমবার ঢাকার রমনা থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক শেখ আবদুস ছালাম।

মামলাটিতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে বলে দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

দুদকের একই কর্মকর্তা একই অভিযোগে একই থানা রোববার মামলা করেছিলেন বাদলের বিরুদ্ধে।

আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক বাদল বাংলাদেশের আর্থিক খাতে আলোচিত নাম বাদল। পুঁজিবাজারে কারসাজির ঘটনায় বিভিন্ন সময়ে তার নাম এসেছে। বাদল ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত।

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে নাশকতা চালানোর অভিযোগে দুই বছর আগে মামলা হওয়ার পর থেকে বিদেশে পলাতক আছেন বাদল।

বাদলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তার তদন্তে নামা দুদক কর্মকর্তারা সম্পদের বিবরণী দাখিল করতে গত বছর তাকে নোটিস দিয়েছিলেন। স্ত্রীর মাধ্যমে সম্পদের যে হিসাব তিনি দাখিল করেন, তাতে অসঙ্গতি পেয়েছে দুদক।

দুদকের নোটিসে গত বছরের অগাস্টে সোমা আলমকেও তার সম্পদের হিসাব জমা দিয়েছিলেন। তার আয়ের সঙ্গেও সম্পদের অসঙ্গতি পাওয়া গেছে বলে মামলাটি করা হয় বলে দুদক কর্মকর্তারা জানান।   

সোমার বিরুদ্ধে মামলায় আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৯৩ কোটি টাকার সম্পদ অর্জন এবং সোয়া ২ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

SCROLL FOR NEXT