)
বাংলাদেশ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Byনিউজ ডেস্ক

কাতারে জাতিসংঘের এলডিসি সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসস জানিয়েছে, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে সফরসঙ্গীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে শনিবার কাতারের রাজধানী দোহায় পৌঁছান বাংলাদেশ সরকারপ্রধান।

মঙ্গলবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) স্বল্পোন্নত দেশগুলোর এ সম্মেলনে ‘আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক একীভূতকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’ শীর্ষক গোলটেবিলে বক্তব্য দেন তিনি।

বক্তব্যে বাণিজ্য অবকাঠামো ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পাশাপাশি অগ্রাধিকারমূলক বাজারে প্রবেশাধিকারকে কাজে লাগাতে স্বল্পোন্নত দেশের নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

সোমবার দোহায় ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ব্যবসায়িক সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে ফোরাম গঠনের আহ্বান জানান তিনি।

কাতার সফরে দেশটির আামির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের অংশগ্রহণে আঞ্চলিক দূত সম্মেলনেও তিনি অংশ নেন।

পাশাপাশি দোহায় বাংলাদেশ এমএইচ স্কুলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

কাতারে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ছিলেন।

পুরনো খবর:

SCROLL FOR NEXT