সিয়াটলে ট্রাম্পবিরোধী বিক্ষোভের কাছে গুলি, আহত ৫
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2016 10:37 AM BdST Updated: 10 Nov 2016 10:37 AM BdST
-
ছবি: সিয়াটল ফায়ার সার্ভিস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর সিয়াটলে বিক্ষোভের কাছে এক ব্যক্তির গুলিতে পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিয়াটল পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে ডাউন টাউনে বাক বিতণ্ডার পর এক ব্যক্তি গুলি শুরু করে।
আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।
সিয়াটল পুলিশ বিভাগের সহকারী প্রধান রবার্ট মার্নার বলেছেন, ট্রাম্পবিরোধী বিক্ষোভের সঙ্গে এই গুলির ঘটনার সরাসরি কোনো যোগাযোগ তারা পাননি। প্রাথমিকভাবে এ ঘটনাকে ব্যক্তিগত বিবাদের জের বলে তারা মনে করছেন।
“সেখানে বাক-বিতণ্ডা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। ওই লোক ভিড় থেকে বেরিয়ে যান এবং তারপর ঘুরে দাঁড়িয়ে ভিড়ের দিকে গুলি শুরু করেন।”
গুলি চালিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করে সেই ব্যক্তি। বিক্ষোভের কারণে কাছাকাছি উপস্থিত পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হলেও সেই অস্ত্রধারীকে ধরতে পারেনি বলে মার্নার জানিয়েছেন।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিয়াটল টাইমস জানিয়েছে, তিনি বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন।
মঙ্গলবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।
ভোটের এ ফল মেনে নিতে না পারায় বেশ কয়েকটি শহরে বিক্ষোভে নামে হাজারো মানুষ। তাদের মিছিলে স্লোগান শোনা যায়, ‘ট্রাম্প আমার প্রেসিডেন্ট নয়’।
-
হার মানলেন ট্রাম্প, দিলেন ‘নিয়মানুসারে ক্ষমতা হস্তান্তরের’ প্রতিশ্রুতি
-
বাইডেনের জয়ের স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র কংগ্রেস
-
যুক্তরাষ্ট্রে নির্বাচন: জর্জিয়াও বাইডেনের, ট্রাম্পের ঝুলিতে নর্থ ক্যারোলাইনা
-
যুক্তরাষ্ট্রে নির্বাচন: ট্রাম্প-বাইডেনের যত প্রতিশ্রুতি
-
শেষ প্রচারে ‘ব্যাটলগ্রাউন্ডে’ ট্রাম্প, বাইডেন
-
মার্কিন নির্বাচন: ফেইসবুকে আটকে গেলো বাইডেনের বিজ্ঞাপন
-
চমক দেখিয়ে জয় ছিনিয়ে আনতে শেষ ২ দিনের প্রচারে ট্রাম্প
-
যুক্তরাষ্ট্রে নির্বাচন: আগাম ভোট ৯ কোটি ছাড়াল
সর্বাধিক পঠিত
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- কোভিড-১৯: লকডাউনের ‘কড়াকড়িতে’ এক মাসের সর্বনিম্ন পরীক্ষা
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- কিংবদন্তী অভিনেত্রী কবরীর চিরবিদায়
- করোনাভাইরাস: দেশে দ্বিতীয় দিনের মত শতাধিক মৃত্যু