রাজকীয় বিয়ে: লন্ডনে গ্রেপ্তার ১৮

লন্ডনে শুক্রবার রাজকীয় বিয়ের দিন ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছোটখাটো অপরাধের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2011, 08:31 AM
Updated : 29 April 2011, 08:31 AM
লন্ডন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লন্ডনে শুক্রবার রাজকীয় বিয়ের দিন ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছোটখাটো অপরাধের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিয়েকে ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকায় ছোটখাটো অপরাধও পুলিশের নজর এড়ায়নি।
সকাল ১১ টার মধ্যে মেট্রোপলিটান পুলিশের মুখপাত্র ১৮ জনকে গ্রেপ্তার করার কথা জানান।
এর মধ্যে ৩ জনকে মাতলামির কারণে, ৩ জনকে চুরির অপরাধে এবং একজনকে যৌন অপরাধের সন্দেহে গ্রেপ্তার করা হয়।
বিয়ে দেখতে জড়ো হওয়া লোকজনের ভিড় সামলানোর দায়িত্বে ছিলো ৫ হাজার নিরাপত্তা কর্মকর্তা।
পাশাপাশি ওয়েস্টমিনস্টার অ্যাবি থেকে রানি এলিজাবেথের লন্ডনের বাসভবন বাকিংহাম প্রাসাদ পর্যন্ত রাস্তাজুড়ে সারিবদ্ধভাবে মোতায়েন ছিলো প্রায় ১ হাজার সেনা।
শোভাযাত্রার পথ পাহারায় ছিলো বিশেষ ডগ স্কোয়াড। কোথাও কোনো বিস্ফোরক আছে কিনা তা বের করতে কাজ করেছে এই বিশেষ টীম। ওদিকে, উইলিয়াম ও কেটের সুরক্ষায় আকাশেও চক্কও দেয় হেলিকপ্টার।
তবে লোকজনের ভিড় আর কড়া পুলিশ পাহারার মধ্যেও বিয়ের পরিবেশ আনন্দঘনই ছিলো বলে জানিয়েছেন উপস্থিত দর্শকশ্রোতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৭ ঘ.