পরমাণু সঙ্কট নিরসনে রাশিয়ার সহায়তা চায় জাপান

জাপান পরমাণু সঙ্কট নিরসনে রাশিয়ার সহায়তা চেয়েছে। ফুকুশিমা কেন্দ্রের দূষিত তরল বর্জ্যকে কঠিন বর্জ্যে রূপান্তর করতে রাশিয়াকে একটি ভাসমান 'রেডিয়েশন ট্রিটমেন্ট প্লান্ট' পাঠানোর অনুরোধ জানিয়েছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2011, 08:16 AM
Updated : 5 April 2011, 08:16 AM
টোকিও, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপান পরমাণু সঙ্কট নিরসনে রাশিয়ার সহায়তা চেয়েছে। ফুকুশিমা কেন্দ্রের দূষিত তরল বর্জ্যকে কঠিন বর্জ্যে রূপান্তর করতে রাশিয়াকে একটি ভাসমান 'রেডিয়েশন ট্রিটমেন্ট প্লান্ট' পাঠানোর অনুরোধ জানিয়েছে জাপান।
রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
'সুজুরান' নামের ঐ প্লান্ট জাপানের নিকটবর্তী রুশ সমুদ্রবন্দর ভ