টোকিও, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপান পরমাণু সঙ্কট নিরসনে রাশিয়ার সহায়তা চেয়েছে। ফুকুশিমা কেন্দ্রের দূষিত তরল বর্জ্যকে কঠিন বর্জ্যে রূপান্তর করতে রাশিয়াকে একটি ভাসমান 'রেডিয়েশন ট্রিটমেন্ট প্লান্ট' পাঠানোর অনুরোধ জানিয়েছে জাপান।
রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
'সুজুরান' নামের ঐ প্লান্ট জাপানের নিকটবর্তী রুশ সমুদ্রবন্দর ভ