সোনার পিণ্ড খুঁজে পেলো সৌখিন অনুসন্ধানকারী

সাড়ে পাঁচ কেজি ওজনের একটি স্বর্ণপিণ্ড খুঁজে পেয়েছেন এক সৌখিন খনিজ অনুসন্ধানকারী। আর এ কাজের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার খনিজ বিশেষজ্ঞদের তাক লাগিয়ে দিয়েছেন।

.রয়টার্স
Published : 18 Jan 2013, 00:36 AM
Updated : 18 Jan 2013, 00:37 AM

বুধবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ওই স্বর্ণপিণ্ড খুঁজে পান পরিচয় গোপন রাখা ওই ব্যক্তি।

ভিক্টোরিয়ার ব্যালারাত শহরের কাছাকাছি একটি স্থানে একটি হস্তচালিত মেটাল ডিটেক্টরের সাহায্যে স্বর্ণপিণ্ডটির অবস্থান শনাক্ত করেন তিনি। এরপর মাটির ৬০ সেন্টিমিটার গভীর থেকে সেটি তুলে আনেন।

স্বর্ণপিণ্ডটির দাম কমপক্ষে তিন লাখ ১৫ হাজার ইউএস ডলার বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় স্বর্ণ বিশেষজ্ঞারা জানিয়েছেন, কয়েক দশক ধরেই এই এলাকায় সোনা পাওয়ার সম্ভাবনার আভাস পাওয়া গেলেও এই ধরনের সোনার পিণ্ড আবিষ্কারের এটিই প্রথম ঘটনা।