পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক মসজিদের ইমামকে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর অপরাধে ১০ বছর চার মাস কারাদণ্ড দিয়েছে দেশটির সন্ত্রাস-বিরোধী আদালত।
Published : 04 Jul 2015, 03:12 PM
শুক্রবার দেয়া রায়ে বিচারক খালিদ আরশাদ আসামি ইমাম মাওলানা আব্দুল গনিকে আরো সাত লাখ রুপি জরিমানা করেন, জানিয়েছে দ্য ডন।
দুই মাস আগে পাঞ্জাবের হাসিলপুরের নিকটবর্তী কাইমপুর টাউনে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর পুলিশ মাওলানা গনিকে গ্রেপ্তার করেছিল।
এছাড়া একই দিন একই আদালত সাম্প্রদায়িক উস্কানিমূলক সাহিত্য বিতরণ করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো চারটি মামলারও রায় ঘোষণা করে।
ওই রায়ে আসামি মুহম্মাদ ওয়াকাস ও তালিব হুসেইনের প্রত্যেককে সাড়ে তিনমাসের কারাদণ্ড ও পাঁচ হাজার রুপি জরিমানা, আসামি রফিক আহমেদকে তিন মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার রুপি জরিমানা এবং আসামি মুহম্মদ জাহিদকে সাড়ে তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়।