ফ্রান্স থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত

“উড়তে প্রস্তুত” ৩৬টি রাফায়েল যুদ্ধবিমানের জন্য ফ্রান্সকে একটি ক্রয়াদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

>>রয়টার্স
Published : 11 April 2015, 09:30 AM
Updated : 11 April 2015, 09:30 AM

শুক্রবার ফ্রান্সে রাষ্ট্রীয় সফরের প্রথমদিন এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মোদী। 
 
তিনি বলেন, “আমি প্রেসিডেন্টকে (ফ্রাঁসোয়া ওঁলাদ) উড়তে প্রস্তুত ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান ভারতকে সরবরাহ করতে বলেছি।” 
 
প্রতিবেশী দেশগুলোর সমরাস্ত্রের আধুনিকায়নের পরিপ্রেক্ষিতে নিজেদের যুদ্ধবিমান বহর সময়োপযোগী করতে মোদী এই আদেশ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 
 
চীন ও পাকিস্তানের তুলনায় ভারতীয় বিমান বাহিনী সক্ষমতায় পিছিয়ে পড়ছে এবং নতুন পশ্চিমা বিমান ও স্থানীয় প্রতিরক্ষা সরবরাহকারীরা সময়মতো রসদ সরবরাহ করতে না পারলে বাহিনী ঝুঁকির মুখে পড়বে বলে সম্প্রতি ভারতীয় সামরিক কর্মকর্তারা হুঁশিয়ার করেছিলেন। 
 
সংবাদ সম্মেলনে হিন্দিতে মোদী বলেন, “আমাদের সরকারি কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে বিষয়টি এগিয়ে নেবেন।” একজন দোভাষী মোদির কথা ফরাসিতে অনুবাদ করে দেন। 
 
ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ জানিয়েছেন, চূড়ান্ত চুক্তি করতে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জ্যা ইভেস লা ড্রিয়ান শিগগিরই ভারতে যাবেন।